কুয়েটে হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়ার নির্দেশ। যুব ও ক্রিড়া উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

১৯ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ৬:৪ সময়
Share Tweet Pin it
[কুয়েটে হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়ার নির্দেশ।  যুব ও ক্রিড়া উপদেষ্টা]

খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ হামলাকারীদের খুজে বেরকরে ব্যাবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে,বললে আসিফ মাহমুদ সজিব ভুইয়া।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) আদমজী ক্যান্টনমেন্ট কলেজে তারুণ্যের উৎসবে যোগ দিয়ে তিনি বলেন 

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা আছে জানিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ফ্যাসিবাদী শক্তির বাংলাদেশে নির্বাচন করার সুযোগ নেই। ট্রুথ কমিশন করে পরবর্তী বাংলাদেশের রাজনীতি হবে।

তিনি বলেন, আপাতত আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই।আওয়ামী লীগকে আদর্শিক ও রাজনৈতিকভাবে নির্মূল করতে হবে।

নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে পাশে থাকার অনুরোধ জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা।