কুড়িগ্রামে আনসার-ভিডিপি’র জেলা সমাবেশ অনুষ্ঠি

২৩ ফেব্রুয়ারি ২০২৫, রাত ১১:২৯ সময়
Share Tweet Pin it
[কুড়িগ্রামে আনসার-ভিডিপি’র জেলা সমাবেশ অনুষ্ঠি]

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী’র বার্ষিক জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম পৌর অডিটোরিয়াম মিলনায়তনে ২৩ ফেব্রুয়ারী এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ বিভিএম, পিভিএমএস। কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানার সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য দেন  বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুড়িগ্রাম জেলা কমান্ড্যান্ট এ. এস. এম. সাখাওয়াৎ হোসাইন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  কুড়িগ্রামের পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান, লালমনিরহাট আনসার ব্যাটালিয়নের পরিচালক এ.এইচ.এম মেহেদী হাসান এনএসআই, কুড়িগ্রামের উপপরিচালক রাহমাত নাওয়াজ ফাহমী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কুড়িগ্রাম খামারবাড়ির উপপরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন, কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার উপপরিচালক মোঃ মোদাব্বের হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান ও জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মুক্তাদির খান প্রমুখ। অন্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উলিপুর শাখার ব্যবস্থাপক মোঃ ফজলুল কবির। অন্য অতিথিবৃন্দের নিয়ে পায়রা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে সমাবেশের উদ্বোধন করেন সম্মানিত রেঞ্জ কমান্ডার। প্রামাণ্যচিত্র প্রদর্শনের পর জেলা কমান্ড্যান্ট তার স্বাগত বক্তব্যে প্রদান করেন। উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডের গত এক বছরের কার্যক্রমের উপর প্রতিবেদন পাঠ করার পর ভিডিপি সদস্যদের মধ্য থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ গ্রহণ করে স্বাবলম্বী একজন সদস্য বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথি তার বক্তব্যে উল্লেখ করেন যে, ক্রান্তিকালে দেশের হাল ধরে আসছেন আনসার বাহিনী। ভাষা আন্দোলনে আনসার কমান্ডার শহীদ আব্দুর জব্বার জীবন বিলিয়ে দিয়েছেন। স্বাধীনতা যুদ্ধে প্রথম সরকারে গার্ড অনার প্রদান ও ৪০ হাজার .৩০৩ রাইফেল নিয়ে প্রথম প্রতিরোধ তৈরি করেছেন এই আনসার বাহিনীর সদস্যগণ। সর্বশেষ ২৪ এর জুলাই আন্দোলন পরবর্তী সৃষ্ট পরিস্থিতিতে আইন-শৃংখলা বজায় রাখতে দেশে থানাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করেন আনসার বাহিনী। কুড়িগ্রাম জেলার ৯ উপজেলার ৩০০ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা এতে অংশগ্রহণ করেন। ভাল কাজের পুরষ্কার স্বরুপ সদস্য-সদস্যাদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন, টর্চ লাইট,  মগ, ছাতা, পুরষ্কার প্রদান করা হয়। এসময় প্রধান অতিথি, সভাপতিসহ বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথিদের জেলা সমাবেশ উপলক্ষ্যে স্যুভেনির প্রদান করা হয়। এ সময় নানা শ্রেণির মানুষ, সংগঠনের কর্মকর্তা,সদস্য, সদস্যা ও মিডিয়া কর্মী উপস্থিত ছিলেন।