আর মাত্র দুই দিন পর নেপালের মাকালু পর্বতে অনুষ্ঠিত হবে, সাউথ এশিয়ান লিটারারী কালচারাল কনফারেন্স। মাকালু লিটারারী সোসাইটির আয়োজনে এবং মাকালু মিউনিসিপালিটির সার্বিক সহযোগীতায় আগামী ২৬, ২৭ ও ২৮ ফেব্রুয়ারী/২৫খ্রি: বুধ, বৃহস্পতি ও শুক্রবার তিনদিন ব্যাপী অনুষ্ঠিত হবে এই কনফারেন্স।
দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে, লেখক, কবি,সাহিত্যিক,সংগীত শিল্পীরা এই কনফারেন্সে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
সাউথ এশিয়ান লিটারারী কনফারেন্স নেপাল নামের এই অুুনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিগণ ইতোমধ্যে নেপালের কসি প্রদেশে মাকালু পর্বতের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানাগেছে।
প্রাপ্ত তথ্য থেকে জানা গেছে, ইতোমধ্যে আসামের বিশিষ্ঠ লেখক এবং এফসাকল এর প্রতিনিধি রানা কাফলে, আসামের গায়ক সার্থে রংপি, রিপোর্টার টুটু নিগুম, কবি ওয়েলসিং হ্যানসে,নৃত্য শিল্পী উৎপলা হুকাই, তাপস বর্দালোই,সুমিত্রা মাদার, নাগাল্যান্ড থেকে ভজন শিল্পী বিনীতা জিদুং, রীনা রাজিউং, নায়রিং হাফলংবার, দার্জিলিং থেকে কবি নীনা রাই, লেখক ড. সাংমু লেপচা, সিকিম থেকে কবি লুইস বিস্তা, গায়ক কৃষ্ণ ধুঙ্গেল, বার্মা থেকে কবি বন্দনা শর্মা, ভুটানের কবি ছত্রপতি ফুয়েল, হরীয়ানা থেকে কবি ডাঃ সুমান রাণী।নেপালের উদ্দেশ্যে যাত্রা করেছেন। আয়োজক কমিটি আমন্ত্রিত অতিথি, কবি, গায়ক, নৃত্য শিল্পী , সাংবাদিকদের অভ্যর্থনা জানানোর সকল প্রস্তুতি গ্রহন করেছেন।