গীতিকার হিসেবে বাংলাদেশ বেতারের স্বীকৃতি পেলেন সুলতান আহম্মেদ সোনা

৪ মার্চ ২০২৫, রাত ৯:১ সময়
Share Tweet Pin it
[গীতিকার হিসেবে বাংলাদেশ বেতারের স্বীকৃতি পেলেন সুলতান আহম্মেদ সোনা]

‘‘প্রিয় বন্ধু -স্বজন  শুভেচ্ছা গ্রহন করুন।   আনন্দের সাথে জানাচ্ছি, লেখা লেখি  ও সংগীতের সাথে আমার সম্পৃক্ততা প্রায় ৪৮ বছরের! এই সময়ের মধ্যে নানা বিষয়ে লেখা লেখি করা হলেও, সব চেয়ে বেশি লেখা হয়েছে, ছড়া, কবিতা ও গান। আপনারা অনেকেই  জানেন; ১৯৭৭ সাল থেকে সংগীত চর্চ্চার পাশাপাশি গান লিখছি, সুর করছি মাঝে মাঝে গাইছি। তবে গীতিকার হিসেবে  স্বীকৃতি ছিলনা। আজ ৪ মার্চ /২৫ খ্রি: তারিখ মঙ্গলবার বাংলাদেশ বেতার আনুষ্ঠানিক ভাবে সেই স্বীকৃতি প্রদান করেছে। মহান আল্লাহর দরবারে সে জন্য শুকরিয়া আদায় করছি।                                                        গীতিকার হিসেবে স্বীকৃতি প্রদান করায়, বাংলাদেশ বেতার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি ,কৃতজ্ঞতা প্রকাশ করছি।                                       আজ রংপুর অঞ্চলের ২৭জন গীতিকবি এই স্বীকৃতি পেয়েছেন। এদিন  বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রে, আঞ্চলিক পরিচালাক মোঃ আব্দুর রহিম সাহেবের সভাপতিত্ব অনুষ্ঠিত হয়েছে  নতুন তালিকাভুক্ত গীতিকারদের সঙ্গে প্রচারস্বত্ব  চুক্তি স্বাক্ষর ও মতবিনিময় অনুষ্ঠান। আমরা সেখানে উপস্থিত ছিলাম।                                                                                   বন্ধুরা, আপনারা আমার জন্য দোওয়া করবেন, আমি যেন গীতিকার হিসেবে সফলতা অর্জন করতে পারি। শুভ কামনা আপনাদের জন্য -