পীরগঞ্জে অনিয়ম ও দুর্নীতির দায়ে সদর ইউনিয়নের এলএসপি বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক 

৬ মার্চ ২০২৫, রাত ৮:৩৯ সময়
Share Tweet Pin it
[পীরগঞ্জে অনিয়ম ও দুর্নীতির দায়ে সদর ইউনিয়নের এলএসপি বরখাস্ত]

পীরগঞ্জ উপজেলার প্রাণিসম্পদ দপ্তরে উপজেলার প্রতিটি ইউনিয়নে এবং একটি পৌরসভায় একজন করে গরু, ছাগল, হাঁস- মুরগিসহ গৃহ পালিত বিভিন্ন প্রজাতির প্রাথমিক চিকিৎসা প্রদানের জন্য সরকার অস্থায়ীভাবে একজন করে এলএসপি নিয়োগ করে। জানা গেছে সাবেক সরকারের আমলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীমের বিশেষ সুপারিশে এবং সাবেক উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ তাজুল ইসলামের সহযোগিতায় নিয়োগ প্রাপ্ত হয়েই এলএসপি হাসানুর রহমান হাসান বে-পরোয়া হয়ে উঠে। করোনা কালীন সময়ে প্রণোদনার তালিকা তৈরীর সময় নগদ ২ হাজার টাকা ঘুষ নিয়ে তালিকাভুক্ত করার পর সিম জালিয়াতির মাধ্যমে পুনরায় প্রতি তালিকাভুক্ত খামারির নিকট থেকে ৩ হাজার টাকা করে উৎকোচ গ্রহণ করে। সদর ইউনিয়নের মকিমপুর গ্রামের মৃত জীবনচন্দ্র সাহার পুত্র পলাশ চন্দ্র সাহার নামে একটি ক্রিম ছেপারেটর মেশিন নেওয়ার পর তাকে দলীয় প্রভাব খাটিয়ে ভয়-ভীতি দেখিয়ে তার নিজ বাড়িতে নিয়ে যায় । এবং ১টি অন্য নামের গাভী দোহানো মেশিনও সে নিজ বাড়িতে নিয়ে যায়।এছাড়াও বিধি বহির্ভূত ভাবে সাবেক উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে ম্যানেজ করে প্রায় ১০ লক্ষ টাকার একটি গরুর শেড তার বাবার নামে নিজ বাড়িতে স্থাপন করে। এছাড়াও ১৫ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় বিভিন্ন খামারির নিকট থেকে উপজেলা কর্মকর্তার ভয়-ভীতি দেখিয়ে ৩০০০ করে টাকা ঘুষ গ্রহণ করে। বিষয়টি জানাজানি হলে বর্তমান প্রাণী সম্পদ কর্মকর্তা ফজলুল করিম তা বন্ধ করে দেন I গত ২৭ জানুয়ারি / ৩২৮ নংস্মারকে ১০ অক্টোবর / ২০২৪ তারিখের ৩৬১৮ নং স্মারক মোতাবেক জেলা প্রাণিসম্পদ প্রেরিত প্রতিবেদনে নীতিমালা বিরুদ্ধ আচরণ ডেমোসেড বরাদ্দের নীতিমালা লঙ্ঘন, মাঠ পর্যায়ে একজন লাইভ স্টক হিসেবে কর্মকাণ্ডের শৃঙ্খলা পরিপন্থী কাজের দায়ে ৯নং পীরগঞ্জ ইউনিয়নের এলএসপি মোঃ হাসানুর রহমান হাসানকে উক্ত পদ থেকে বরখাস্ত করা হয়। তথ্যসূত্রে জানা গেছে এলএসপি থাকা কালীন যে সমস্ত যন্ত্রাদি জমা দেয়ার কথা থাকলেও তা আদৌ অফিসে জমা করেনি।এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার নিকট জানতে চাইলে তিনি বলেন তার নিকট প্রকল্পের সরঞ্জামাদি ফেরত নিয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার নিকট অবহিত করা হবে ।