পীরগঞ্জে অভিনব কায়দায় টাকা ছিনতাই

আব্দুল করিম সরকার, ষ্টাফ রিপোর্টার 

৯ মার্চ ২০২৫, দুপুর ২:৪২ সময়
Share Tweet Pin it

রংপুরের পীরগঞ্জে সোনালী ব্যাংকে  বৃহস্পতিবার বিকালে, ডজন ডজন লোকের সামনে থেকে,নাদিম বাবু নামের এক শিশুর নিকট থেকে, ৫ শ টাকার একটি বান্ডিল সিল মারার কথা বলে নিয়ে গাঁ ঢাকা দেয় এক প্রতারক বৃদ্ধ । বর্ননামতে,উপজেলার শানেরহাট ইউনিয়নের দামোদর পুর গ্রামের আরিফুল ইসলাম আরিফ  মিয়ার পুত্র, নাদিম বাবু (১২) তার নানা,উপজেলার পৌর এলাকার, আরাজী গঙ্গারামপুর গ্রামের আলহাজ্ব আফজাল হোসেন মৌলভীর সাথে পীরগঞ্জ সোনালী ব্যাংকে টাকা উঠাতে আসে এবং অসুস্থ নানাকে বসায় রেখে, নাতি নাদিম বাবু চেক জমা দিয়ে ৫শ টাকার একটি বান্ডিল অর্থাৎ ৫০ হাজার টাকা উঠাইয়া নানার নিকট আসলে,ওই প্রতারক বৃদ্ধ শিশু নাদিমের সঙ্গে এসে, টাকাতে সিল মারা আছে কিনা দেখতে চায়। এক পর্যায় টাকাতে সিল মেরে নিতে হবে বলে,টাকার বান্ডিল টি  নিয়ে মুহূর্তে ভিড়ের মধ্যে গাঁ ঢাকা দেয়। পরে তাকে অনেক খুঁজেও পাওয়া যায়নি। এ ব‍্যাপারে পীরগঞ্জ থানার অফিসার  ইনচার্জ এম এ ফারুক জানান ঘটনাটি জেনেছি। তবে  সিসি ফূটেজ দেখে অপরাধী-কে ধরার চেষ্টা চলছে।