পীরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর পেশাজীবি বিভাগের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত।

১৪ মার্চ ২০২৫, বিকাল ৭:৫০ সময়
Share Tweet Pin it
[পীরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর পেশাজীবি বিভাগের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত।]

রংপুরের পীরগঞ্জ উপজেলা ওসমানপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অফিসে পৌর পেশাজীবি বিভাগের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ ১৪ মার্চ শুক্রবার।উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন পৌর সভাপতি আলহাজ্ব মাহবুব হোসেন, সঞ্চালনা করেন তৌহিদুল ইসলাম লিমন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পীরগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা মুফতি  মিজানুর রহমান,  প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা আমির আলহাজ্ব মাও: একেএম ইদ্রিস আলী। উপজেলা পেশাজীবি বিভাগের সভাপতি মাওলানা রুকুনুজ্জামান, উপজেলা পৌর পেশাজীবি বিভাগের সভাপতি এডভোকেট ফিরোজ কবির নিয়ন, সাধারণ সম্পাদক ডেন্টিস্ট রহিদুল ইসলাম আপেল। অতিথি হিসাবে যোগদান করেন পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমএ ফারুক ও সাপ্তাহিক বজ্রকথা পত্রিকার সম্পাদক ও প্রকাশক বাংলাদেশ বেতারের গিতিকার সুলতান আহমেদ সোনা, পীরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তাবৃন্দসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। ইফতারের পূর্ব মহূর্তে বিভিন্ন ইসলামিক আলোচনা ও ইসলামিক সংগীত পরিবেশন ও বিশেষ দোয়ার মাধ্যমে ইফতার মাহফিলটি সাফল্য মণ্ডিতভাবে শেষ হয়।।