তরুণদের প্রত্যাশায় মানবতার রক্তদান বন্ধু সংগঠনের আয়োজনে ঈদ উপহার

হানিফ মিয়া, ষ্টাফ রিপোর্টার

২৭ মার্চ ২০২৫, রাত ৯:৪৯ সময়
Share Tweet Pin it
[তরুণদের প্রত্যাশায় মানবতার রক্তদান বন্ধু সংগঠনের আয়োজনে ঈদ উপহার]

রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের কাদিরাবাদে অবস্থিত তরুণদের প্রত্যাশায় মানবতার রক্তদান বন্ধু সংগঠনের আয়োজনে গরীব, দূঃখী, অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন সংগঠনটি। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়নে নিজ অর্থায়নে শতাধিক পরিবারের মাঝে  ঈদ উপহার  সামগ্রী পৌছে দিচ্ছে। "সেচ্ছায় করি রক্তদান, হাসবে রোগী বাঁচবে প্রাণ " প্রতিপাদ্যকে ধারণ করে  মানবতার সেবায় ও সামাজিক উন্নয়নে অবদান রাখছে। সংগঠনে মোট কার্যকারী সদস্য ৭০জন। 

ঈদ উপহার বিতরণে উপস্থিত ছিলেন তরুণদের প্রত্যাশায় মানবতার রক্তদান বন্ধুসংগঠনের সভাপতি সজীব আহমেদ নাহিদ, প্রতিষ্ঠাতা সংগঠক হাফেজ মারুফ হাসান, সিনিয়র উপদেষ্টা আনোয়ার হোসেন,আঃজলিল, বকুল হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক আরমানুল হক, আল-আমিন,রাকিব, শফিকুল ইসলাম প্রমুখসহ অনেকে। সংগঠনের সভাপতি জানান আমাদের লক্ষ্য উদ্দেশ্য অসহায় মানুষের পাশে থাকা। এটা শুধু পীরগঞ্জেই নয় সারা দেশে এইরকম সংগঠন গড়ে তুলবো আমরা।।