রংপুরের পীরগঞ্জ উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে যানবাহন এর নিরাপত্তা ও স্বাভাবিক চলাচলের নিমিত্তে রংপুরের ৬৬ পদাতিক ডিভিশনের ৭২পদাতিক বিগ্রেডের অন্তর্ভুক্ত ৩৪ই বেংগলের দ্বায়িত্বরত সেনা অফিসার ও রংপুর হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ সহ যৌথ চেকপোস্ট বসিয়ে ঢাকাগামী যানবাহনে তল্লাশি ও মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহনের যত্রীদের তল্লাশি করেন।
রবিবারবার (৩০ মার্চ) সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত পীরগঞ্জ পৌর শহরের বাসস্ট্যান্ড, ফ্লাইওভারের পূর্ব ও পশ্চিম এলাকায় ঢাকা-রংপুর -দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে সেনাবাহিনী।
এ সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ ক্যাম্পের সেনা সদস্য ও হাইওয়ে পুলিশ এবং থানা পুলিশের সদস্যবৃন্দ।
পীরগঞ্জে দ্বায়িত্বরত ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তাসফিন ইসলাম ফাহিম জানান, যৌথ বাহিনীর নেতৃত্বে শঠিবাড়ী ও পীরগঞ্জ মহাসড়কে ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে লাইসেন্স বিহীন চালক, ফিটনেস বিহীন গাড়ি, অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে এবং মহাসড়কে রিক্সা, অটো, ভ্যান এবং নসিমন এর চলাচল সীমিত করতে পীরগঞ্জ সেনা ক্যাম্প হতে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরো বলেন দেশের বর্তমান পরিস্থিতিতে ট্র্যাফিক আইনের পরিপন্থি সকল প্রকার অবৈধ কার্যক্রম দমন সহ নির্বিঘ্নে ঈদ করার লক্ষ্যে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
এবং যে কোন পপরিস্থিতি মোকাবেলা করার জন্য পীরগঞ্জ ও মিঠাপুকুর এলাকায় সার্বক্ষনিক টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি আরো বলেন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী।