শঠিবাড়ি বাসস্ট্যান্ডে চাঁদাবাজি করার সময় সেনাবাহিনীর হাতে আটক ২

৫ এপ্রিল ২০২৫, রাত ৮:৫৩ সময়
Share Tweet Pin it
[শঠিবাড়ি বাসস্ট্যান্ডে চাঁদাবাজি করার সময় সেনাবাহিনীর হাতে আটক ২]

রংপুরের পীরগঞ্জ ক্যাম্পের সেনাবাহিনী  জানতে পারে শঠিবারি বাসষ্ট্যান্ড এলাকায় কিছু লোক  অবৈধ ভাবে গাড়ি থেকে চাদাবাজী করার দায়ে ০৫ এপ্রিল ২০২৫ তারিখে, শঠিবাড়ি বাসষ্ট্যান্ডে নিয়মিত চেকপোস্ট চলাকালীন সময়ে বিভিন্ন বাস হতে  চাদা আদায় করছিলো তা দেখতে পেয়ে ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ ব্রিগেডের ৩৪ ইষ্ট বেংগল,পীরগঞ্জ ক্যাম্প  কমান্ডার ক্যাপ্টেন মোঃ তাসফিন ইসলাম ফাহিম (ক্যাম্প কমান্ডার, পীরগঞ্জ)-স্যার কে অবহিত করলে স্যার নির্দেশ দেন উক্ত ষ্ট্যান্ড এলাকায় চাদাবাজদের যে কোন মুল্যে ধরার জন্য।নির্দেশ পেয়েই সেনাবাহিনী ও পুলিশ বাসষ্ট্যান্ড এলাকায় চাদাবাজদের  ধরতে অভিযান পরিচালনার শুরু করলে ২ জন চাদাবাজ চাদাবাজির টাকা সহ হাতে-নাতে ধরা পরে ।আসামী (১) নাম:* নাজমুল ইসলাম,পিতা:মো: আফজাল,হোসেন গ্রাম:দুর্গাপুর,পো:শঠিবারি,থানা: মিঠাপুকুর (২)  আসামী ২:নাম: শফিকুল ইসলাম,পিতা: আ: মান্নান,গ্রাম: বড় মির্জাপুর।পোঃ শঠিবারি,থানা:মিঠাপুকুর। জব্দকৃত চাদার  টাকা: ৭২৮০ টাকা।সন্ধ্যা ৬: ৩০ ঘটিকায় মিঠাপুকুর থানায় আসামী ২ জন এবং জব্দকৃত টাকা সহ সোপর্দ করা হয়েছে।