রংপুর পীরগঞ্জের ইসলামী ব্যাংক সংলগ্ন মার্কেটে জুয়ার ঘর থেকে ৮ জুয়াড়ুকে গ্রেপ্তার করে পীরগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারের পর রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে ভ্রাম্যমান আদালতে সাজা প্রদান করা হয়েছে ।
সাজাপ্রাপ্ত জুয়াড়ুরা হলেন পৌর এলাকার উজিরপুর গ্রামের, সাইফুল ইসলামকে ৪ রামনাথপুর গ্রামের লিঠন মিয়াকে ৩ দিন,আন্ডু মিয়াকে ১০ দিন,হেলাল মিয়াকে ৫ দিন,রাশেদুল ইসলামকে ৭ দিন ও আশরাফুল আলমকে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে । এ ছাড়াও তাস খেলার সাথে প্রত্যক্ষ ভাবে জড়িত না থাকায় - দুজনকে, ২০০ টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে ।