`দক্ষিণ এশিয়ার সাহিত্য সংষ্কৃতি বিষয়ক সংগঠন এফসাকল এর সহযোগী প্রতিষ্ঠান এফসাকল ওমেন্স ফোরাম এর মাসিক সভা ২৬ এপ্রিল শনিবার বেলা ২ ঘটিকার সময় ডিএসসি হলে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন বজ্রকথা সংবাদপত্রের সভাপতি ডিএসসি বিজনেন্স টেক লিমিটেডের চেয়ারম্যান জনাব এজে এম সিরাজুল ইসলাম।এফসাকল ওমেন্স ফোরাম এর সভাপতি মোছাঃ ফেরদৌসী বেগম এর সভাপতিত্ব অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন, এফসাকল বাংলাদেশ কমিটির সদস্য তৌহিদা বেগম, মো: এমজি রব্বানী তালুকদার, ওমেন্স ফোরাম এর অর্থ সম্পাদক জান্নাতুল ফেরদৌস,অফিস সম্পাদক স্মৃতি বেগম, সদস্য লিজা খাতুন, শাপলা বেগম, আশামনি, পারভিন বেগম প্রমুখ।