রংপুরে দুইজন বিদেশি নাগরিককে মোবাইল ও বিদেশি মুদ্রা ছিনতাই! অবশেষে সেনাবাহিনী কতৃক উদ্ধার।

২ জুন ২০২৫, রাত ৮:৫৪ সময়
Share Tweet Pin it
[রংপুরে দুইজন বিদেশি নাগরিককে  মোবাইল ও বিদেশি মুদ্রা ছিনতাই! অবশেষে সেনাবাহিনী কতৃক উদ্ধার।]

 

 

রংপুরের তারাগঞ্জের ক‍্যাম্প-কমান্ডার মেজর সানিয়াত চৌধুরী সৃজন জানান, সোমবার দুপুর  ১২ টায় জেলার তারাগঞ্জ উপজেলার কুর্ষা ইউনিয়নের দক্ষিন গনিরামপুর গ্রামে অরাজকতার খবর শুনে সেনাবাহিনীর পেট্রোল দল সেখানে দ্রুত ছুটে যায়। এলাকার লোকজন বিশৃঙ্খলা শুরু করায় তাৎক্ষণিক এলাকাটি থেকে দুই ইরানী দম্পতি  হোসেইন সেলিম রেজা(৬৪) এবং ইয়াজদানজো ইয়াসমিন(৫৭) কে উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে আসে।

এসময় দুই ইরানি দম্পতি সেনাবাহিনীকে জানান, তারা গতকাল ঢাকা থেকে রংপুরে ঘুরতে এসেছেন। পরে তারা বিদেশি হওয়ায় ভাড়া গাড়িতে গুগল ম‍্যাপ ব‍্যবহার করে নিজে ড্রাইভ করায় ভুল রাস্তায় ঢুকে তারাগঞ্জ চলে আসেন। এরপর তাদের হাতে বিদেশী টাকা থাকায় তারা এলাকাবাসীর কাছে সাহায্য চান। কিন্তু এলাকাবাসী তাদের সাহায্য না করে উল্টো  মারধর করে ডলার, মোবাইল, একটি হাত ঘড়ি ও পাসপোর্ট ছিনিয়ে নেয়।

সেনাবাহিনী এই ঘটনায় জড়িত  ৪ জনকে আটক করে তারা হলেন ঘনিরাম পুর গ্রামের রশিদুল ইসলাম স্ত্রী মনোয়ারা বেগম (৩৫) মোকসেদুলের স্ত্রী রাবেয়া বেগম,(৪২)  মৃত্যু আবুল হোসেনের পুত্র রশিদুল ইসলাম ও  মেরাজুল ইসলাম  এবং সেনাবাহিনীর টহল দল ঐ এলাকা সার্স করে বিদেশি নাগরিকদের খোয়া যাওয়া ডলার, ঘড়ি,  মোবাইল ও পাসপোর্ট  উদ্ধ্বার করে। পরে সেনাবাহিনীর পেট্রোল দলের গাড়ি বহরের কড়া নিরাপত্তা দিয়ে দুই ইরান নাগরিককে রংপুর পুলিশের কাছে হস্তান্তর করে এবং তাদেরকে  নিরাপদে হোটেলে পৌঁছে দেয় সেনাবাহিনী।

ক্যাম্প কমান্ডার তখন সন্ত্রাসী ও দুষ্কর্ম্মে যারা লিপ্ত এবং বিভিন্ন অপকর্ম করে যারা দেশের আইন-শৃংখলা পরিস্থিতি ঘোলাটে করতে চায় তাদের কে হুশিয়ার করে বলেন। এ ধরনের অরজকতা সৃষ্টিকারীদেরকে সেনাবাহিনী বিন্দু মাত্র ছাড় দিবেনা এবং যেকোন মুল্যে তা দমন করা হবে।