রংপুরের কাউনিয়ায় ডিবি পুলিশের অভিযানে ৯ কেজি গাঁজাসহ মোটরসাইকেল আটক, মামলা রুজু

১৫ জুন ২০২৫, রাত ৮:৩৮ সময়
Share Tweet Pin it
[রংপুরের কাউনিয়ায় ডিবি পুলিশের অভিযানে ৯ কেজি গাঁজাসহ মোটরসাইকেল আটক, মামলা রুজু]

রংপুর জেলা ডিবি পুলিশের এসআই/ শ্রী ভবদীশ চন্দ্র দাস সঙ্গীয় অফিসার ফোর্সসহ কাউনিয়া উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় ১৫ জুন সকাল ৭ ঘটিকার সময় মাদকবিরোধী অভিযান পরিচালনা করাকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান করে কাউনিয়া উপজেলার নিজপাড়া মৌজাস্থ পূর্ব নিজপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জনৈক গোপাল চন্দ্র বর্মন (৬২), পিতা-মৃত রাজেন্দ্রনাথ বর্মন এর আবাদি জমির সামনে পাকা রাস্তার উপর একটি লাল-কালো রংয়ের Pulsar 150cc মোটরসাইকেলের অজ্ঞাতনামা চালককে থামানোর জন্য সংকেত দিলে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে উক্ত মোটরসাইকেলের অজ্ঞাতনামা চালক মোটরসাইকেলটি বর্ণিত ঘটনাস্থলে ফেলে রেখে দক্ষিন দিকে ঘনবসতিপূর্ণ এলাকার দিকে দৌড়ে পালিয়ে যায়। তার পিছনে ধাওয়া করে তাকে আটক করা সম্ভব হয় নাই। অত:পর এসআই ভবদীশ ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে উক্ত মোটরসাকেলটি তল্লাশি করে মোটরসাইকেলের পিছনে সিটের উপর নাইলন এলাস্টিকের রশি দ্বারা বাঁধা সাদা রংয়ের প্লাষ্টিকের বস্তার ভিতর লাল পলিথিন ও স্কচটেপ দিয়ে প্যাঁচানো পাটের সুতলি দিয়ে বাঁধা অবস্থায় তিনটি পোটলা উদ্ধার করেন। যার প্রতি পোটলায় ৩ (তিন)কেজি করে মোট ৯ (নয়) কেজি কথিত গাঁজা ও পলাতক অভিযুক্তের ফেলে যাওয়া মাদকবহনকারী কালো-লাল রংয়ের Pulsar 150 cc মোটরসাইকেল যার রেজিঃ নং- দিনাজপুর-ল ১১-৪০৫৮ উদ্ধার পূর্বক ঘটনাস্থলেই বিধি মোতাবেক জব্দ করেন। অতঃপর অজ্ঞাতনামা পলাতক অভিযুক্তের সনাক্তকরণ ও তাকে গ্রেফতারের অভিযান অব্যাহত রেখে জব্দকৃত আলামতসহ কাউনিয়া থানায় এসে লিখিত এজাহার দায়ের করেন। এ সংক্রান্তে কাউনিয়া থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়। পলাতক অভিযুক্তকে গ্রেফতার অভিযান অব্যাহত আছে। 

 

ধন্যবাদান্তে

জেলা পুলিশ, রংপুর।