- রংপুরের পীরগঞ্জ উপজেলার সরকারী শাহ আব্দুর রউফ কলেজে এক শিক্ষিকার সাথে দুই শিক্ষকের অশোভন আপত্তিকর আচরণ নিয়ে দায়ের করা অভিযোগকে কেন্দ্র করে অধ্যক্ষের কক্ষে শুরু হয়েছে রুদ্ধদ্বার বৈঠক।
এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, অধ্যক্ষ প্রফেসর আবু বকর সিদ্দিক সরকারের উদ্যোগে।বৈঠকে উপস্থিত আছেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক কম্পিউটার শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম রুবেল, অভিযোগকারী বাংলা বিভাগের প্রভাষক খাদিমা রব্বানী মেঘলা, অভিযুক্ত লাইব্রেরীয়ান মোঃ রাশেদুনন্নবী সাজন ও প্রাণি বিজ্ঞান বিভাগের প্রভাষক শফিকুল ইসলাম।
উল্লেখ্য গত ১৫ জুন/২৫ খ্রি: রবিবার বাংলা বিভাগের প্রভাষক খাদিমা রব্বানী মেঘলা এর সাথে কলে চত্বরে অভিযুক্ত লাইব্রেরীয়ান মোঃ রাশেদুনন্নবী সাজন ও প্রাণি বিজ্ঞান বিভাগের প্রভাষক শফিকুল ইসলাম বেশ কিছু বিষয় নিয়ে দ্বন্দ্বে লিপ্ত হন এবং অশালীন আপত্তিকর ভাষায় প্রভাষক মেঘলাকে গালিগালাজ করেন।
এরই প্রেক্ষিতে অধ্যক্ষ বরাবরে উভয়পক্ষ পাল্টাপাল্টি লিখিত অভিযোগপত্র জমাদেন। জমা দেয়া সেই অভিযোগের প্রেক্ষিতে আজ ২৪ জুন/২৫খ্রি: মঙ্গলবার কলেজে বেলা ২টা ৩০ মিনিটে রুদ্ধদ্বার বৈঠক শুরু হয়েছে।রিপোর্ট লেখা পর্যন্ত বৈঠক চলমান ছিল।