পীরগঞ্জে শ্রী শ্রী জগন্নাথের সপ্তম রথযাত্রা,ও বর্ণাঢ্য র‍্যালী

নিজস্ব প্রতিবেদক 

২৭ জুন ২০২৫, রাত ৮:২২ সময়
Share Tweet Pin it
[পীরগঞ্জে শ্রী শ্রী জগন্নাথের সপ্তম রথযাত্রা,ও বর্ণাঢ্য র‍্যালী]

রংপুরের পীরগঞ্জ উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উদযাপন হয়েছে ২৭শে জুন শুক্রবার বিকাল ৪ঘটিকায় রথযাত্রাটি পীরগঞ্জ প্রজাপাড়ার কেন্দ্রীয় শ্রী শ্রী কালি মন্দির হতে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কপ্রদর্শীর শেষে কালী মন্দির এসে শেষ হয়। রথ যাত্রার এবারের প্রতিপাদ্য ছিল   দেশ মাতৃকার শুভ কল্যাণ ও বিশ্ব শান্তি।  রথযাত্রা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাবু বাবলু চন্দ্র মহন্ত,বাউল কীর্তন অন্তে  শ্রী শ্রী জগন্নাথ প্রভুর ভোগ প্রসাদ বিতরণ ও রথযাত্রা পরিচালনা করেন  গুরু মা প্রতিমা কাঞ্চন।   এডভোকেট শন্তোষ কুমার এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে রংপুর জেলা বিএনপি আহবায়ক সাইফুল ইসলাম এর  অনুপস্থিতিতে  বিশেষ অতিথি  হিসেবে অংশগ্রহণ করেন পীরগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী (পলাশ), তিনি উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং রথযাত্রার উদ্ভধন ঘোষণা করেন। সেই সাথে আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি সাইফুল আজাদ মন্ডল ও জিয়া ফোর্স রংপুর জেলা শাখার সহ-সভাপতি সাংবাদিক এম কে সাগর প্রধান, বিশিষ্ট  ব্যবসায়ী ও শিল্পপতি শহিদুল্লাহ সোহেল। সাম্প্রদায়িক বৈষম্য না রেখে রথযাত্রায় অংশগ্রহণ করেন উক্ত বক্তারা ও বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর জেলার সাধারণ সম্পাদক ও পীরগঞ্জ উপজেলা সভাপতি সাংবাদিক আনোয়ার হোসেন, পীরগঞ্জ উপজেলা বিএনপি যুবদলের আহবায়ক আনিছুর রহমান (আনিছ) প্রমুখ সহ অন্যান্য নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।বিশেষ করে আইন শৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিত করতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহীনি ও পুলিশবাহিনী। পরবর্তীতে সুন্দর ও সুসজ্জিতভাবে রথযাত্রা টি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ  করে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায় ।