পীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মাতৃভাষা দিবস পালিত

২১ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ১:৩৭ সময়
Share Tweet Pin it
[পীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মাতৃভাষা দিবস পালিত]

রংপুরের পীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে একুশে ফেব্রুয়ারি ২০২৫ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন হয়েছে। প্রথম প্রহরে রাত ১২:১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে  উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার খাদিজা খাতুনের নেতৃত্বে পুষ্প মাল্য অর্পণ করেন। তারপর পীরগঞ্জ থানার পক্ষে শহীদ মিনারে পুষ্প মাল্য অর্পণ করেন পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম এ ফারুক, মৎস্য কর্মকর্তা কাউসার, প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুর রহমান,  কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা বেগম,ছাত্র বৈষম্য আন্দোলনের নেতৃবৃন্দ,  ফায়ার সার্ভিস সহ বাংলাদেশ প্রেসক্লাব ও পীরগঞ্জ প্রেস ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ শহীদ বেদীতে পুস্পমাল্য অর্পণ করেন। 

পুষ্পমাল্য অর্পণ শেষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।