আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিএনপির শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদ 

২১ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ১:১১ সময়
Share Tweet Pin it
[আন্তর্জাতিক মাতৃভাষা দিবস  বিএনপির শ্রদ্ধা নিবেদন]

২১ ফেব্রুয়ারি২০২৫ মহান শহীদ  দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পীরগঞ্জ উপজেলা ও পৌর শাখার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির সম্মানিত আহবায়ক সাইফুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মাহামুদ উন নবী পলাশ, সদস্য সচিব জাকির হোসেন, সিনিয়র যুগ্ন- আহবায়ক মোস্তাফিজার রহমান সেলিম,যুগ্ন আহ্বায়ক শাহিনুজ্জামান শাহিন,পৌর বিএনপির আহ্বায়ক সাইফুল আজাদ, সদস্য সচিব লিঠন মাষ্টার, পৌর নেতা শাহজাহান মাষ্টার, যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান, সদস্য সচিব আব্দুস ছালাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনোয়ার হোসেন মনু,সদস্য সচিব আনোয়ার হোসেন রতন,সহ অন্যান্য নেতৃবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন দেশে এখনো যারা অরাজকতা সৃষ্টি করতে চায় তাদেরকে রুখে দিতে হবে। শেখ হাসিনার দোষররা আমাদের (বিএনপির) অঙ্গ সহযোগী সংগঠনে ঢুকে পড়ার পাঁয়তারা করছে,এদিক থেকে সকল নেতাকর্মীকে সাবধান থাকতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বৈষম্যহীন উপজেলা গড়তে নিরলস ভাবে সকল নেতাকর্মীকে একযোগে কাজ করতে হবে।