রংপুরের পীরগঞ্জ উপজেলার রায়পুর জমিদার বাড়ি

নিউজ ডেস্ক 

২২ ফেব্রুয়ারি ২০২৫, রাত ৩:৪৪ সময়
Share Tweet Pin it
[রংপুরের পীরগঞ্জ উপজেলার রায়পুর জমিদার বাড়ি]

রংপুরের পীরগঞ্জ উপজেলার ৮ নং রায়পুর ইউনিয়নের রায়পুর জমিদার বাড়ি। আখিরা নদীর কোলঘেসে গড়ে উঠেছিল এই জমিদার বাড়ি। কালের বিবর্তনে সবকিছু গ্রাস করেছে।দুটো মন্দির একটি কাছারি ঘর ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই।

উপজেলা আখিরা নদীর ধারঘেঁষে রায়পুরের জমিদার লাসমন সিংয়ের বাড়ি অবস্থিত। তার মৃত্যুর পর দেশ ভাগের আগেই ছেলে মুরালি সিং ও বদি সিং ভারতে চলে যান। কনিষ্ঠ ছেলে বীরেন সিং জমিদার বাড়িতে বেশ কয়েক বছর বসবাস করেন । পরে তিনিও চলে যান ভারতে। লাসমন সিংয়ের ১৯শ' বিঘা জমি পড়ে থাকে পীরগঞ্জসহ এ উত্তরের জনপদে। এরপর জমিদারবাড়ি দেখাশোনার দায়িত্বে নিয়োজিতরাই এ বিশাল সম্পত্তির মালিক বনে যান। দেশ স্বাধীনের পর এই জমিদারবাড়ির ভিটাটুকুও দখল করে নেওয়ার প্রক্রিয়া শুরু হয় একটি কুচক্রী মহল । জমিদার বীরেন ভারতে যাওয়ার আগে আখিরা নদীর তীরবতী জমিদারবাড়িসহ বেশকিছু সম্পত্তি দান করে যান রায়পুর উচ্চ বিদ্যালয়কে। এলাকাবাসীর দাবী এই জমিদার বাড়িকে পূর্ণ সংস্কার করে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুললে সরকার লক্ষ লক্ষ টাকা বাণিজ্যিকভাবে ইনকাম করতে পারতো মন্তব্য করেন অনেকেই ।