সতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ ঘোষণা বাস্তবায়নের দাবিতে রংপুরে বিভাগীয় শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার হানিফ মিয়া 

২২ ফেব্রুয়ারি ২০২৫, দুপুর ৩:৩৬ সময়
Share Tweet Pin it
[সতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ ঘোষণা বাস্তবায়নের দাবিতে রংপুরে বিভাগীয় শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত]

রংপুরের পীরগঞ্জে হাজী বয়েন উদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয়ের এক হলরুমে রংপুর বিভাগের সকল সতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা বাস্তবায়নের দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।সতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির, নির্বাহী সদস্য মাওলানা রবিউল ইসলামের সভাপতিত্বে এবং মনিরুজ্জামান ও আমিনুল ইসলাম সাজুর সঞ্চালনায় সমাবেশটি অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান সতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট, কাজী মোখলেছুর রহমান, গেস্ট অফ অনার  ঐক্যজোটের মুখপাত্র এস এম জয়নুল আবেদীন জিহাদী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন  শিক্ষক ঐক্যজোটের মহাসচিব শামসুল আলম, প্রধান আলোচক মাহাসচিব বাংলাদেশ সতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি তাজুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আন্দোলন বাস্তবায়ন কমিটির আহবায়ক শামসুল আলম, সদস্য সচিব আল আমিন, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আব্দুল হান্নান ও হাজী বয়েন উদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল ইসলাম প্রমুখ। সমাবেশে কেন্দ্রীয় ও জেলা শিক্ষক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এবং ওফায়েতউল্লাহ ও নুরুজ্জামানের সার্বিক সহযোগিতায় সমাবেশটি সফলভাবে সমাপ্তি হয়।।