পীরগঞ্জের তুলার গুদাম আগুন। ক্ষয়ক্ষতি ৩০ লাখ টাকা।

সরকার বেলায়েত হোসেন নিজস্ব প্রতিবেদক 

২৬ ফেব্রুয়ারি ২০২৫, বিকাল ৬:৫ সময়
Share Tweet Pin it
[পীরগঞ্জের তুলার গুদাম আগুন। ক্ষয়ক্ষতি ৩০ লাখ টাকা।]

পীরগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী কাজী বাড়ির সংলগ্ন +ইসলাম তুলা +ফ্যাক্টরিতে যার মালিক মাসুদ রানা  এর বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হয়ে ৩০ লক্ষ টাকার তুলা পুড়ে ভস্মীভূত হয়েছে। তথ্য সূত্রে জানা যায় গত ২৫ ফেব্রুয়ারি দিবাগত রাত এগারোটার সময় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে স্থানীয়রা উপজেলা ফায়ার সার্ভিসে সংবাদ দিলে তাৎক্ষণিক কয়েক মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনা  স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। উপজেলা ফায়ার সার্ভিস ইউনিট অফিসার নাজমুল হোসেন বলেন ক্ষয়ক্ষতির  পরিমাণ আনুমানিক ৩০ লক্ষ টাকা তবে এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না বৈদ্যুতিক শর্ট সার্ভিস থেকে আগুন লেগে গেছে কিনা। তবে তবে তদন্ত সাপেক্ষে আগুনের সূত্রপাত নিশ্চিত হওয়া যাবে।