পীরগঞ্জ পৌর বিএনপি দ্বি-বার্ষিক কাউন্সিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাইফুল আজাদ সভাপতি এবং সাধারণ সম্পাদক ইয়াতিমুল হাসান লিটন নির্বাচিত হয়েছেন। বুধবার (২৬ ফেব্রুয়ারী/২৫) বিকেলে উপজেলা সদরের পীরগঞ্জ আদর্শ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত ওই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম। এতে অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ উন নবী চৌধুরী পলাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা আনিছুর রহমান লাকু, উপজেলা বিএনপির আহ্বায়ক সহকারী অধ্যাপক জাকির হোসেন, শাহীনুর ইসলাম প্রমুখ।