গত ৬ মার্চ বৃহস্পতিবার রংপুর রেঞ্জ পুলিশ ও আরপিএমপি রংপুর কর্তৃক আয়োজিত রংপুর জেলা পুলিশ লাইন ড্রিলশেডে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহারুল আলম, বিপিএম, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ।
ডিআইজি রংপুর রেঞ্জ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ কল্যান সভা অনুষ্ঠিত হয়। উক্ত কল্যান সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মজিদ আলী, বিপিএম, পুলিশ কমিশনার আরপিএমপি, রংপুর। এছাড়াও রংপুর রেঞ্জ পুলিশের বিভিন্ন ইউনিট সহ সিআইডি, পিবিআই, এটিইউ হাইওয়ে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, এন্টিটেররিজম, পুলিশ ট্রেনিং সেন্টার রংপুর,র্যাব-১৩ অধিনায়ক উধ্বর্তন সিনিয়র অফিসার এবং রেঞ্জধীন সকল জেলার পুলিশ সুপার ও রেঞ্জ ডিআইজি কার্যালয় ও আরপিএমপির অফিসার্স গণ উপস্থিত ছিলেন।উক্ত কল্যান সভায় পুলিশের বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা কর্মচারী তাদের বিভিন্ন সমস্যা যেমন হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ, পরিবারের জন্য ঔষধের ব্যাবস্থা, বিশেষ ভাতা, ঝুঁকি ভাতা সহ অনেক সমস্যার কথা তুলে ধরেন। মাননীয় আইজিপি মহোদয় বলেন, অতিরিক্ত বল প্রয়োগের জন্য কমান্ড যিনি দিয়েছেন তিনি গণহত্যার জন্য দায়ী। কোন কনস্টেবল কিংবা নিম্ন কর্মচারীকে অভিযুক্ত করা হবে না যদি নিঃগৃহিত কাজ না করে, আর যদি এমন কাজ করে থাকে তাহলে সে বিষয়ে টা ভিন্ন। সকলকে ধৈয্যধারণ করে কাজ করতে হবে।
ফোর্সের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষে তিনি বলেন, সেসব সমাধান যোগ্য তা বাস্তবায়নের জন্য আশ্বাস প্রদান করেন। আর যেসব সমাধান করতে সময় লাগবে সেই সব চেষ্টা চালিয়ে যাবেন। সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ইফতার মাহফিলে মোনাজাতের মাধ্যমে কল্যান সভার সমাপ্তি হয়।