রংপুরের পীরগঞ্জে দক্ষতার সাথে একাই ৪ দপ্তর সামলাচ্ছেন নারী ইউএনও খাদিজা বেগম। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দপ্তরসহ অন্যান্য দপ্তর গুলো হলো উপজেলা পরিষদের প্রশাসক ও পীরগঞ্জ পৌরসভার প্রশাসক এবং সহকারি কমিশনার (ভূমি) হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন ৩৫তম ব্যাচের বিসিএস প্রসাশানের নারী কর্মকর্তা।
পীরগঞ্জে ৪র্থ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে গত অক্টোবর ২০২৪ ইং যোগদান করেন খাদিজা বেগম। যোগদানেরপর থেকেই দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন । এ ছাড়াও উপজেলার প্রায় শতাধিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বও পালন করছেন।সরেজমিনে দেখা গেছে, ইউএনও অফিস ও উপজেলা পরিষদ একই ভবনে হওয়ায় সার্বক্ষনিক দায়িত্ব পালন করেন। এছাড়াও পৌরসভা ও উপজেলা ভূমি অফিসে সপ্তাহে দুই দিন করে বসেন। ভ্রাম্যমান আদালত পরিচালনাসহ জনগুরত্বপূর্ণ কাজ গুলো সন্ধ্যা পর্যন্ত অফিসে উপস্থিত থেকে সম্পন্ন করে থাকেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম বলেন, আমি এই উপজেলায় যোগদানের পর থেকেই উপজেলা- বাসীর সেবা করার চেষ্টা করছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উপজেলা ছোট-বড় বিষয় নয়, দায়িত্ব পালন করাটাই আমার কাছে বড় বিষয়। যতদিন আমি এখানে আছি চেষ্টা করবো উপজেলাবাসীর সেবা করার। কেউ কোন ধরনের হয়রানী শিকার না হয় সেটা আমি বিশেষ ভাবে গুরত্ব দিচ্ছি । তিনি আরও বলেন, উপজেলাবাসী আমাকে আন্তরিক ভাবে সহযোগিতা করছে, সেজন্য আমি তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি।