পীরগঞ্জের মদনখালি ইউপির পাঁচ মাথা নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ নিহত ১

নিজস্ব প্রতিবেদক 

১৫ মার্চ ২০২৫, রাত ১০:২৯ সময়
Share Tweet Pin it

রংপুর পীরগঞ্জে ১৫/০৩/২০২৫ খ্রিঃ তারিখ সন্ধ্যা অনুমান ১৭.৩০ ঘটিকার সময় ভিকটিম মৃত আব্দুস সাত্তার(৫২), পিতা মৃত কমর উদ্দিন, সাং- আদর্শ কাশিমপুর ও মোঃ ইউসুফ আলী, পিতা- মোঃ হাসান আলী, গ্রাম- খেড়ু আলমপুর, উভয় থানা- পীরগঞ্জ, জেলা- রংপুর, মোটরসাইকেল যোগে খালাসপীর বাজার হইতে ভেন্ডাবাড়ি বাজারের দিকে যাওয়ার পথে কোচারপাড়া পাঁচমাথা মোড় পৌঁছালে  অপর দিক থেকে আসা স্যালো মেশিন চালিত অজ্ঞাতনামা ভটভটি চালক বেপরোয়া গতিতে ভটভটি চালিয়ে এসে মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুইজন ভিকটিম ঘটনাস্থলে গুরুতর আহত হইলে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে অজ্ঞাতনামা অটোভ্যান যোগে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক  ভিকটিম আব্দুস সাত্তার(৫২), পিতা মৃত কমর উদ্দিন, সাং- আদর্শ কাশিমপুর, থানা- পীরগঞ্জ, জেলা- রংপুর  কে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত মোঃ ইউসুফ আলী, পিতা-মোঃ হাসান আলী, গ্রাম- খেড়ু আলমপুর কে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল রংপুরে প্রেরণ করেন।