রংপুর মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি কর্তৃক ৮৯ ফেন্সিডিল সহ আটক ০১

১৫ মার্চ ২০২৫, রাত ১১:৮ সময়
Share Tweet Pin it

 ১৫/০৩/২০২৫ খ্রি. অনুমান সময় ১৩.০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ রুহুল আমীন এর পরিচালনায় এসআই (নিঃ) জাহাঙ্গীর আলম এর নেতৃতে সঙ্গীয় ফোর্সসহ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উল্লিখিত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করিয়া বর্ণিত আসামীর হেফাজতে থাকা ৮৯ (ঊননব্বই) বোতল ফেন্সিডিল ও অন্যান্য আলামত উদ্ধার সহ ০১ (এক) জন আসামিকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি।

উদ্ধারঃ

১। ৮৯ (ঊননব্বই) বোতল ফেন্সিডি,  ২। একটি কালো রঙ্গের HERO Royal বাইসাইকেল  ৩। প্লাষ্টিকের বিভিন্ন রঙ্গের কলমদানি ১১ (এগারো) টি,  ৪। প্লাষ্টিকের লাল রঙ্গের মগ ০৭ (সাত) টি,  ৫। প্লাস্টিকের বিভিন্ন রঙ্গের ঢাকনা যুক্ত ছোট বড় সাইজের বক্স ৮৭ (সাতাশি) টি,  ৬। কৌটা ১১৪ (একশত চৌদ্দ) টি,  ৭। ঢাকনা ১০০ (একশত) টি,  ৮। ছিদ্রযুক্ত প্লাস্টিকের ঢাকনা ০২ (দুই) টি,  ৯। প্লাস্টিকের খেলনা ঝুনঝুনি ০৪ (চার) টি  ১০। ধৃত আসামীর পরিহিত লুঙ্গীর ডান কোচ হইতে একটি কালো রঙ্গের Samsung স্মার্ট মোবাইল ফোন।

আসামীর নাম ও ঠিকানাঃ

১। মোঃ আলম আলী (৩৩), পিতা-মৃত আনিছুর রহমান, মাতা-মটরী খাতুন, সাং-কালিগঞ্জ, ইউনিয়ন-বিনোদপুর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ।  

                                                                                                                                                                                                                        তার বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।