পীরগঞ্জে ২ সন্তানের জননী আদিবাসি ১ মহিলার সাথে আপত্তিকর অবস্থায় আটক ১

২৪ মার্চ ২০২৫, রাত ১১:২ সময়
Share Tweet Pin it

রংপুরের পীরগঞ্জে ২ সন্তানের জননী আদিবাসি  এক মহিলার সাথে আপত্তিকর অবস্থায় ধরা পরে স্থানীয় জনতা গনধোলাই দিয়ে গাছের বেধেঁ রেখেছে। 

ঘটনাটি উপজেলার চতরা ইউনিয়নের আদিবাসি পল্লীতে ঘটেছে । জানা গেছে ইকলিমপুর কাংগুর পাড়া গ্রামের প্রভাবশালী রাজা মিয়ার পুত্র রাসেল মিয়ার সাথে আদিবাসি পল্লীর বিপ্লব হাসদার স্ত্রী মুন্নীর হাসদার দীর্ঘদিন ধরে প্রেমও শারিরীক  সম্পর্ক চলে আসছে এরই এক পর্যায়ে গতকাল সোমবার বিকেলে তাদের দুজনকে আপত্তিকর অবস্তায় দেখতে পেয়ে স্থানীয় জনগণ গনধোলাই দিয়ে গাছের সাথে বেঁধে রেখে পুলিশকে খবর দেয়। বর্ণিত ঘটনা স্থল থেকে তাদের দুজনকে থানায় নিয়ে আসে।

 এ ব্যাপারে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ ফারুক জানান, তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলার প্রস্তুতি চলছে।