মিঠাপুকুরে বালুখেকোদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান
২ লক্ষ ২০হাজার টাকা জরিমানা মালামাল জব্দ
২৪ মার্চ রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের খোর্দ্দ গোপালপুর, এনায়েতপুর ও বুজরুক তাজপুর এলাকার চারটি বালু ও মাটিকাটার পয়েন্টে অভিযান চালিয়েছে মিঠাপুকুর উপজেলা প্রশাসন। এসময় বালু ও মাটিকাটার কাজে ব্যবহৃত ট্রাক্টর-ভ্যান, পাম্প মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ ও ২ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করেন অভিযান পরিচালনাকারী ম্যাজিষ্ট্রেট মিঠাপুকুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসিম বিল্লাহ।
অবৈধভাবে বালু উত্তোলন ও মাটিকাটার বিরুদ্ধে প্রশাসনের এই অভিযানকে সাধুবাদ জানান স্থানীয় জনসাধারণ।
অবৈধভাবে বালু উত্তোলন ও মাটিকাটা বন্ধে প্রশাসনের এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।