মরহুম মাওলানা মোকছেদ আলীর স্মরণে, রুহের মাগফেরাত কামনায় আলোচনা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রংপুরের পীরগঞ্জের সাবেক উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও মাদারগঞ্জ ফাজিল মাদ্রাসার সহকারি প্রভাষক মরহুম মাওলানা মোকছেদ আলীর স্মরণে ২৫ মার্চ, ২৪ রমজান মঙ্গলবার বাদ আসর মরহুমের রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল তাঁর নিজ বাসভবন সদর ইউনিয়নের তুলারামপুর গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হয়েছে । স্মরণ সভায় সভাপতিত্ব করেন তাঁর জ্যৈষ্ঠ পুত্র সংগঠক জাতীয় নাগরিক পার্টি রংপুর জেলার মাসুম বিল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চেয়ারম্যান ইসলামিক স্টাডিস বিভাগ বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ পাবলিক কলেজ বিজিবি সদর পিলখানা ঢাকা, ডক্টর আবু সাইম মো. তোফাজ্জল হোসেন । এছাড়াও উপস্থিত ছিলেন,সদর ইউনিয়ন জামায়াতের আমিরসহ উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ । উক্ত ইফতার মাহফিলে এলাকার সুধীজন ছাড়াও স্বজন, প্রতিবেশী এবং শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন I