২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে এবং মাদক ও সন্ত্রাস মুক্ত পীরগঞ্জ গড়ার লক্ষে পীরগঞ্জ ফুটবল একাডেমির আয়োজনে দোয়া, ইফতার মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রী সুধীর চন্দ্র রায়। সঞ্চালনা ও পরিচালনায় ছিলেন পীরগঞ্জ ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মাহামুদুল হাসান সোহেল ।
এসময় উপস্থিত ছিলেন খন্দকার আকমল হোসেন, সিনিয়র সহ-সভাপতি পীরগঞ্জ ফুটবল একাডেমি ও সহ-সভাপতি শরিফুল ইসলাম বাবলু । যুগ্ম সাধারণ সম্পাদক আউয়াল আকন্দ, বাংলাদেশ প্রেস ক্লাব পীরগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সাংবাদিক বেলায়েত হোসেন সরকার, সাধারণ সম্পাদক সৈয়দ রায়হান বিপ্লব, মুন্না সরকার, শরিফ, একরামুল, তৌহিদুল, তুহিন সহ অনেকে এসময় উপস্থিত ছিলেন । পীরগঞ্জ ফুটবল একাডেমির আয়োজনে দোয়া, ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন পীরগঞ্জ ফুটবল একাডেমি ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন ।
পীরগঞ্জ ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মাহামুদুল হাসান সোহেল বলেন, মাদক ও সন্ত্রাস মুক্ত পীরগঞ্জ এলাকা হবে জনতার এটা মাহামুদুল হাসান সোহেল এর অঙ্গীকার, এই স্লোগান কে সামনে রেখে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে । যুবকরা দেশের সম্পদ, তারা সমাজের চালিকাশক্তি, সুতরাং, তাদেরকে মাদক থেকে দূরে রাখতে এবং মাদক মুক্ত সমাজ গড়তে হলে তাদেরকে খেলার মাঠে নিয়ে আসতে হবে। রংপুরের পীরগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌর এলাকাসহ দেশের যুবসমাজ যাতে ভুল পথে পরিচালিত না হয় এ ব্যাপারে অবিভাবক সহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।