আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ডিসপ্লে প্রদক্ষিন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা খাদিজা বেগম, থানা পুলিশের অফিসার ইনচার্জ এস এম ফারুক, উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নেতা অধ্যাপক ড, আবু সায়েম, বিএনপির রংপুর জেলা আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম, জামায়াতের রংপুর জেলা কর্মপরিষদ সদস্য ও মজলিসুল মোফাসিরিন এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মওলানা নুরুল আমিন,
বি এন পির পীরগঞ্জ উপজেলা সভাপতি মোঃ মাহমুদুন্নবী পলাশ চৌধুরী, জামায়াতের পৌরসভার আমীর মোঃ মাহবুবুর রহমান ও মাওলানা আব্দুল আজিজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সংগঠনের সদস্য মোঃ ইমরুল কায়েস, ও মাসুম বিল্লাহ প্রমুখ।