ব্যুরোচিফ তারিকুল ইসলাম
পীরগঞ্জের সদরা কুতুবপুর মদিনাতুল উলুম হামিদিয়া স্কুল এন্ড মাদ্রাসায় আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিতঃ
রংপুর পীরগঞ্জের মিঠিপুর ইউনিয়নের সদরা কুতুবপুর মদিনাতুল উলুম হামিদিয়া স্কুল এন্ড মাদ্রাসা এবং মদিনাতুল উলুম আজিজিয়া মহিলা মাদ্রাসায় ২৭ মার্চ ২৬ রমজান বৃহস্পতিবার বাদ আসর আলোচনা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন,প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মাওলানা মোঃ বায়েজিদ মিয়া ৷ সঞ্চালনায় ছিলেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মাওলানা মোঃ কুদরত আলী । এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের রংপুর জেলা কর্ম পরিষদ সদস্য ও মজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মাওলানা নুরুল আমিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালাশপির বঙ্গবন্ধু ডিগ্রী কলেজের প্রভাষক গোলাম কবির বিলু , পীরগঞ্জ ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক শরিফুল ইসলাম আশরাফী,জামায়াতের মিঠিপুর ইউনিয়নের খাইরুল ইসলাম,সিনিয়ার সাংবাদিক সরকার বেলায়েত,তারিকুল ইসলাম তারিক, হানিফ মিয়া, সুধীজন,প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মোনাজাত করা হয় ।