পীরগঞ্জে একতাবন্ধন যুব ফোরামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

রতন মিয়া, নিজস্ব প্রতিবেদক :

২৯ মার্চ ২০২৫, রাত ২:৩২ সময়
Share Tweet Pin it
[পীরগঞ্জে একতাবন্ধন যুব ফোরামের ইফতার ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়েছে]

রংপুরের পীরগঞ্জে  প্রতিবছরের ন্যায় একতাবান্ধব  যুব ফোরামের উদ্যোগে এতিম শিশুদের সাথে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) স্থানীয় রাজারামপুর নূরানি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এই আয়োজন সম্পন্ন হয়।

ইফতার ও দোয়া মাহফিলটি একতাবন্ধন যুব ফোরামের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অত্র ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মোঃ রফিকুল ইসলাম, একতাবন্ধন যুব ফোরামের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ রতন মিয়া, ধর্মবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল হামিম সহ অনেকে। 

এছাড়াও ইফতার ও দোয়া মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, শিক্ষার্থী ও যুব ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন। ইফতারের আগে একতাবন্ধন যুব ফোরামের নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, যেখানে সমাজের উন্নয়নমূলক কার্যক্রমে যুবসমাজের ভূমিকার গুরুত্ব তুলে ধরা হয়।

অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন অত্র এতিমখানার মোহতামিম হাফেজ মোঃ মোশাররফ হোসেন।

উল্লেখ্য, একতাবন্ধন যুব ফোরাম ২০২২ ইং সালে প্রতিষ্ঠিত হয়ে প্রতিবছর রমজান মাসে এ ধরনের ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে থাকে, যা এলাকার যুবসমাজকে একত্রিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মোবাঃ ০১৭৫০৪০৩১৫০

তাং- ২৮/০৩/২৫