বিয়ের প্রলোভনে নৌকায় ধর্ষণ গ্রেফতার ১

News desk

৯ এপ্রিল ২০২৫, রাত ১:১০ সময়
Share Tweet Pin it
[বিয়ের প্রলোভনে নৌকায় ধর্ষণ গ্রেফতার ১]

গাইবান্ধা প্রতিনিধি:-ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে  গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসী ঘাটে বেড়াতে নিয়ে গিয়ে নৌকায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগে  সাদিকুল ইসলাম কনক (২৫) নামে এক যুবক কে গ্রেফতার করেছে পুলিশ।  ৮ এপ্রিল মঙ্গলবার তাকে গ্রেফতার  করে পুলিশ।

 ধর্ষণের এ ঘটনাটি ঘটেছে গত ৭ এপ্রিল সোমবার দুপুর আড়াইটার দিকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসি ঘাট এলাকায়। 

ভুক্তভোগী তরুণী গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের হাসগাড়ী গ্রামের বাসিন্দা। অভিযোগে জানা যায়, কিছুদিন আগে ফেসবুকে সাদিকুল ইসলাম কনকের সঙ্গে তাঁর পরিচয় হয়। কনক বোয়ালী খেয়াঘাট এলাকার বাসিন্দা মো. ইউনুস আলী ছেলে।

ভুক্তভোগীর অভিযোগ, কনক তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বালাসি ঘাটে ডেকে নিয়ে যান। পরে সুযোগ বুঝে তাঁকে নৌকায় ঘুরতে নিয়ে নৌকার ভিতরেই জোরপূর্বক ধর্ষণ করেন। এঘটনায় ভুক্তভোগীর পরিবার দ্রুত বিচার ও শাস্তির দাবী করেন।

 

এ বিষয়ে ফুলছড়ি থানার এস আই আয়নাল হক সাংবাদিকদের বলেন, থানায় অভিযোগ দিয়েছে  অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।