বদরগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গেরদ্বায়ে বিএনপির বেশকিছু নেতাকর্মীর নামে মানহানি মামলা দায়ের

৯ এপ্রিল ২০২৫, বিকাল ৫:১৮ সময়
Share Tweet Pin it
[বদরগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গেরদ্বায়ে বিএনপির বেশকিছু নেতাকর্মীর নামে মানহানি মামলা দায়ের]

রংপুরের বদরগঞ্জে দোকান ঘর'কে কেন্দ্র করে সংঘর্ষের জেরে দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী বহিস্কৃত নেতাকর্মী কর্তৃক দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন এবং মানহানী করায় দলের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক তাহাদের বিরুদ্ধে মানহানী মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুর ৩ঘটিকার সময় সিনিয়র জুডিশিয়াল আমলী আদালত- বদরগঞ্জ রংপুর আদালতে মামলাটি দায়ের করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রংপুর ইউনিটের সাধারণ সম্পাদক, রংপুর জেলা বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য ও সদর উপজেলা বিএনপি'র আহবায়ক এ্যাডভোকেট শফি কামাল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলাটি ফাইলিং ল-ইয়ার বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রংপুর ইউনিটের সভাপতি এ্যাডভোকেট মোঃ একরামুল হক।  এসময় আরও উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপি'র সদস্য সচিব মোঃ আনিছুর রহমান লাকু সহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম রংপুর ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ।