পীরগঞ্জে পুকুর থেকে অজ্ঞাতনামা ব্যাক্তির লাশ উদ্ধার

১১ এপ্রিল ২০২৫, রাত ১০:২৮ সময়
Share Tweet Pin it
[পীরগঞ্জে পুকুর থেকে অজ্ঞাতনামা ব্যাক্তির লাশ উদ্ধার]

 পীরগঞ্জ উপজেলার  ১১ নং পাঁচগাছি ইউনিয়নের এনায়েতপুর গ্রামস্থ মিজানুর রহমান, পিতা-মোঃ মজিবর রহমান, গ্রাম- দশমৌজা সাহাপুর, থানা পীরগঞ্জ জেলা রংপুর এর পুকুরে অজ্ঞাতনামা ব্যক্তি উল্লেখিত তারিখ ও সময়ে পুকুরের উত্তর দিক হইতে পুকুরে প্রবেশ করে ওই সময় পুকুরের কেয়ারটেকার মোঃ আবুল হোসেন, পিতা- মৃত মজা শেখ, গ্রাম এনায়েতপুর থানা পীরগঞ্জ জেলা রংপুর উক্ত ব্যক্তি কে পুকুরে নামতে দেখতে পেয়ে বাধা নিষেধ করলে সে কোন কথা কর্ণপাত না করে পুকুরের পানির মধ্যে চলে যান ওই সময় আবুল হোসেন একা থাকায় তাকে উদ্ধার না করে লোকজন ডাকতে থাকে লোকজন ডাকে এনে উদ্ধার করে পুকুরের কিনারে টেনে এনে দেখেন যে উক্ত ব্যক্তি মৃত্যুবরণ করিয়াছেন। প্রাথমিকভাবে স্থানীয় অনুসন্ধানে উক্ত অজ্ঞাতনামা ব্যক্তি পাগল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ইহা আপনার সদয় অবগতির জন্য প্রেরণ করা হলো।